পিনিউজ ডেস্ক:
চট্টগ্রামের বোয়ালখালীর চরণদ্বীপে ঘরে ঢুকে গুলি করে নাছির নামের এক যুবককে হত্যা করা হয়েছে। নিহত যুবকের বাবাও গুলিবিদ্ধ হয়ে চমেক হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটেছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আধিপত্য বিস্তারকে ঘিরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন তিনি।
এ ঘটনায় জসিম ও শওকত নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি এলজি, ৫ রাউন্ড গুলি, ২টি কার্তুজ, ছুরি, চাপাতি, দা উদ্ধার করা হয়েছে।
