পিনিউজ ডেস্ক:
রাজধানীর হাজারীবাগে বাদাম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তিন বছরের একটি শিশুকে ধর্ষণের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ৫০ বছর বয়সী বাদাম বিক্রেতা সুজন মিয়া।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান নোমানের খাসকামরায় জবানবন্দি দেন তিনি।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার উপ-পরিদর্শক আজাদ হাওলাদার আসামি সুজন মিয়াকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করেন। আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ডের আবেদন করেন তিনি।
আবেদনের প্রেক্ষিতে বিচারক ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আজাদ হাওলাদার বলেন, সুজন মিয়ার বাড়ি কিশোরগঞ্জের ভৈরব থানার কামারকান্দা শ্রীনগর বাঘাবড়িতে। আর শিশুটির বাবা পেশায় একজন দিনমজুর।
আজাদ হাওলাদার জানান, জবানবন্দিতে সুজন মিয়া বলেছেন, গত ১ জুন বাদাম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে হাজারীবাগের ঝাউচর চাঁন মিয়ার গলিতে একটি নির্জন বাসায় শিশুটিকে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করেন। শিশুটি চিৎকার করতে থাকলে সেখান থেকে তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে চলে যান সুজন।
ঘটনার দিনই ভুক্তভোগী পরিবার সুজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে হাজারীবাগ থানায় একটি মামলা করে। রোববার রাতে ভৈরব থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
