এম এস আই নেজামী / নিজস্ব প্রতিবেদক।। ব্যাপক ঢাক ঢোল পিটিয়ে নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করার ঘোষনা দিলেও অবশেষে চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুষ্টিয়ায় ভোটের আগের দিন রাতেই ব্যালট পেপারে সিল মারার সময় হাতেনাতে আটক হয়েছেন প্রভাষক আশরাফ উদ্দিন নামেরএক প্রিজাইডিং কর্মকর্তা। এ ঘটনায় ওই কর্মকর্তাকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার রাতে কুষ্টিয়ার সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের পশ্চিম আব্দালপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। প্রত্যাহার হওয়া প্রিজাইডিং কর্মকর্তা হলেন কুষ্টিয়া ইসলামীয়া কলেজের প্রভাষক আশরাফ উদ্দিন। জানা গেছে, নিয়ম অনুযায়ী ভোটের দিন সকালে ব্যালেট বইয়ের ব্যালট এবং মুড়ির অংশে অফিসিয়াল সিল মারার কথা প্রিজাইডিং কর্মকর্তার। কিন্তু এই কর্মকর্তা ভোটের আগের দিন রাতেই সেগুলোতে সিল মারতে থাকেন। ঘটনা এলাকাবাসী জানতে পারলে দ্রুত ভোট কেন্দ্রে পৌছে এবং ওই প্রিজাইডিং কর্মকর্তাকে হাতেনাতে আটক করে। এ সময় ব্যালট পেপার চেক করে ১হাজার ৩২৭টি ব্যালটে সিল মারা ব্যালট উদ্ধার করা হয়। নৌকার প্রার্থীর প্রতীকে রাতেই সিল মারার উদ্দেশ্যে এটি করা হচ্ছিল বলে অভিযোগ এলাকাবাসীর। বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনী জানতে পারলে দ্রুত ঘটনাস্থলে পৌছে এবং ওই প্রিজাইডিং কর্মকর্তাকে উদ্ধার করে। জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন জানান ভোট সুষ্ঠু করতেই তাৎক্ষণিক তাকে ওই কর্মকর্তাকে প্রত্যাহার করে নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন।
