স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে তাদের পদোন্নতি দিয়ে দেশের বিভিন্ন হাসপাতাল ও প্রতিষ্ঠানে বদলি করা হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে তাদের এ পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতি সংক্রান্ত প্রজ্ঞাপন আজ মঙ্গলবার দেওয়া হলেও গতকাল সোমবার পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) বাসুদেব গাঙ্গুলী এ বিষয়ে জানান, ‘জ্যেষ্ঠতা, ডিগ্রি ও কর্মদক্ষতাসহ সার্বিক বিষয় বিবেচনা করে ৩৯০ জনকে সহকারি অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।’
সূত্র জানায়, পদোন্নতি প্রাপ্তদের সাতদিনের মধ্যে বদলি কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। আর যোগদানের শর্তে পদোন্নতি কার্যকর করা হবে। বর্তমান বদলি কর্মস্থলের কর্তৃপক্ষ তাদের যোগদানের বিষয়টি নিশ্চিত করে মন্ত্রণালয়ে রিপোর্ট জমা দেবে। অন্যথায় পদোন্নতি কার্যকর হবে না বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
