পি নিউজ, ঢাকা : আগামী অর্থ বছরে এক লাখ ২৩ হাজার কোটি টাকার বেশি বার্ষিক উন্নয়ন কর্মসূচি(এডিপি) চূড়ান্ত করেছে সরকার। এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের(এনইসি) সভায় এডিপি অনুমোদন দেওয়া হয়।
বৃহস্পতিবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। এবারে পদ্মা সেতুসহ পরিবহন খাতে সর্বোচ্চ বরাদ্দ ৬ হাজার ২৬ কোটি টাকা রাখা হয়েছে।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ২০১৬-১৭ অর্থবছরের জন্য একলাখ ৯ হাজার ২০০ কোটি টাকার মূল এডিপি প্রস্তাব করে পরিকল্পনা কমিশন। কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একহাজার ৫০০ কোটি টাকা বাড়ানোর সম্মতি দেন।
একলাখ ২৩ হাজার ৩৪৫ কোটি টাকার এডিপির মধ্যে মূল এডিপির আকার দাঁড়িয়েছে একলাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা। স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে ১২ হাজার ৬৪৫ কোটি টাকা।
তিনি উল্লেখ করেন, মূল এডিপির ৬৪ শতাংশ বা ৭০ হাজার ৭০০ কোটি টাকার যোগান দেশীয় সম্পদ থেকে দেওয়া হবে। বাকি ৩৬ শতাংশ বিদেশি সহায়তা থেকে আসবে।
