নিউজ ডেস্ক : জামাতের ডাকা হরতাল ও নগর ছাত্রলীগের সাধারন সম্পাদক নুরুল আজিম রনির গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সকালে নগরীতে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করে । মিছিলটি দো¯ত বিলডিং শুরু হয়ে নগরীর ভিবিন্ন সড়ক পদক্ষীন করে জেলা প্রশাসকের র্কায্যাল এসে শেষ হয়। মিছিল পরিবর্তী সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বখতিয়ার সাইদ ইরান, সাধারন সম্পাদক আবু তৈয়ব, এই সময় বক্তরা “দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার করে নুরুল আজিম রনিকে দিতে প্রশাসনের প্রতি আহবান জানান। তা না হলে আরও কড়া আন্দোলনের হুশিয়ারি দেন তারা। আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি নুরুল আবসার,মো আলাউদ্দিন, মাহাবুব বিল্লাহ, যুগ্ন সম্পাদক জাকিরুল আজম চৌধুরী মুরাদ,গিয়াস উদ্দিন চৌধুরী মুরাদ,সাংগঠনিক সম্পাদক মো গিয়াস উদ্দিন,মিজানুর রহমান,সম্পাদক মন্ডলীর সদস্য মাহমুদুল হক,তরিকুল কামাল তুহিন, আরফাত হোসেন,সাহেদ কাদের,উপ সম্পাদক মুবিনুল হক চৌধুরী,মিজানুর রহমান,আনোয়ার হোসেন রুবেল,এস, আই মন্জু,ইমরুল ইসলাম রাফি,সদস্য নুরুল আলম,সেলিম,আমিনুল ইসলাম,আবুল মনছুর,তানভির হোসেন তপু,সামীউললা সিমান্ত,বাবর উদ্দিন, হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সভাপতি এ আর রাসেল,সাধারন সম্পাদক মো হাসান,রাঙ্গুনীয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু, ফটিকছড়ি কলেজ ছাত্রলীগের সভাপতি শুভ,রাসু সোহলে,জোহাব প্রমুখ
