পি নিউজ ডেস্ক: লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ বলেছেন, হিজবুল্লাহর আত্মত্যাগের চেতনা না থাকলে মধ্যপ্রাচ্যে কোনো নিরাপত্তা থাকতো না। রাজধানী বৈরুতে ইরানের আরব ও আফ্রিকা বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান’এর সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।
বৈঠকে ইহুদিবাদ এবং সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে শাহাতদবরণকারী হিজবুল্লাহ সদস্যদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন নাসরুল্লাহ। তিনি বলেন, ইহুদিবাদ এবং সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে আত্মত্যাগ এবং শাহাদতের চেতনা না থাকলে আজকের মধ্যপ্রাচ্যে কোনো নিরাপত্তা থাকতো না।
হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার মুস্তফা বদরুদ্দিনের শহীদ হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেন, তার শাহাদত হিজবুল্লাহর উগ্রবাদ বিরোধী লড়াইয়ের অঙ্গীকারকে আরো জোরদার করবে। সিরিয়ায় তৎপর আইএসের হামলায় শনিবার নিহত হয়েছেন মুস্তফা বদরুদ্দিন।
