পি নিউজ ডেস্ক : আগামী ৪ জুন’ ২০১৬ইং অনুষ্ঠিতব্য আনোয়ারা উপজেলার ৪নং বটতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত ও বটতলী ইউনিয়ন উন্নয়ন পরিষদ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন বিপুল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে আধ্যাত্মিক সরাপতের প্রাণকেন্দ্র হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.) এর মাজার জিয়ারত মাধ্যমে বটতলী রোস্তম হাটে ব্যাপক গণসংযোগ করেন। এসময় তার সাথে ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আনোয়ারা উপজেলার সভাপতি মুহাম্মদ নাসির উদ্দিন ছিদ্দিকী, সহ-সভাপতি কাজী শাকের আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ নুর আলকাদেরী, বটতলী ইউনিয়ন সভাপতি মাস্টার আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, মুহাম্মদ সৈয়দ নুর আমজাদী, যুবসেনার সহ-সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ সোলায়মান, মুহাম্মদ তরিকুল ইসলাম নাহিদ, মুহাম্মদ আরমান হোসেন, মুহাম্মদ আজমগীর, মুহাম্মদ আলী, গাজী কমরুদ্দীন, মুহাম্মদ ওসমান গণি, মাহবুবুল আলম, মুহাম্মদ মুনির উদ্দিন, আহমদ উল্লাহ রায়হান, মোঃ মাসুদুল আলম, মুহাম্মদ হুমায়ূন কবির ছোটন, মুহাম্মদ শাকিল, মুহাম্মদ হেলাল উদ্দিন, মুহাম্মদ জামশেদ, মুহাম্মদ ফয়সাল, মুহাম্মদ হুমায়ূন কবির, মুহাম্মদ শিহাব, মোঃ রাসেল, মুহাম্মদ আব্দুল করিম, মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ সাজ্জাদ হোসেন, মুহাম্মদ আলাউদ্দিন, মুহাম্মদ জাহেদুল হক, মুহাম্মদ ছাদেক, মুহাম্মদ আলাউদ্দিন, মুহাম্মদ সুমন, মুহাম্মদ পারভেজ, মুহাম্মদ আরিফ, এস.এম. বাপ্পি, মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ জানে আলম, মুহাম্মদ মনিরুল ইসলাম, এমদাদ হোসেন খোকন প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত এবং বটতলী ইউনিয়ন উন্নয়ন পরিষদ সমর্থিত বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক জননেতা মাস্টার মুহাম্মদ আবুল হোসাইনকে মোমবার্তি মার্কায় ভোট দিয়ে বটতলীকে আদর্শিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে সহায়তা করার আহবান জানান। বক্তারা আরও বলেন, এবারে আনোয়ারা উপজেলা ৪নং বটতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন নতুনভাবে চমক দেখাতে পারবে বলে উল্লেখ করেন।
