এম এস আই নেজামী /নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী ফ্রন্টের সিনিয়র যুগ্ম-মহাসচিব জননেতা স.উ.ম আবদুস সামাদের সাথে চট্টগ্রাম নগরস্থ তাঁর ব্যাক্তিগত অফিসে সৌজন্য সাক্ষাতে মিলিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রসেনার নেতৃবৃন্দ। চবি ছাত্রসেনার বিরাজমান সার্বিক বিষয়ে আলোচনা হয় উভয়ের মধ্যে। ক্যাম্পাস রাজনীতির প্রয়োজনীয়তা তুলে ধরে স.উ.ম আবদুস সামাদ বলেন, ছাত্র রাজনীতির উৎকর্ষ সাধনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজ মতাদর্শের কার্যক্রম ব্যাপকভাবে বিস্তারের কোন জুড়ি নেই। যে বা যারা ক্যাম্পাসে শক্ত অবস্থান এবং প্রশাসনের সাথে বৈধ সুসম্পর্ক নিশ্চিত করতে পারে তারা সাংগঠনিকভাবে ততবেশী সফল হবে। তিনি আরও বলেন, দেশ মাত্রিকার সব আন্দোলন সংগ্রাম সফলতার মুখ দেখেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদের কল্যাণে। অতএব সুন্নিয়ত প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদেরকে পিছিয়ে রাখা কিংবা নিজেরা পাশ কেটে যাওয়ার কোন সুযোগ নেই। চলমান সেনা শুমারি ও দাওয়াতী মাস যথাযথ বাস্তবায়নের নির্দেশ প্রদান করেন তিনি। চবি ছাত্রসেনার আগামী এক বছরের প্রণীত কর্মপরিকল্পনা ও বাজেট বাস্তবায়নে তাঁর সহযোগিতা কামনা করেন চবি সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম কাদেরী। চবি ছাত্রসেনার স্বার্থ সংশ্লিষ্ট বিবিধ বিষয় নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ। এসময় চবি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জয়েন্ট সেক্রেটারি সাইফুল ইসলাম নেজামী, সহ সাংগঠনিক সম্পাদক তানভিরুল ইসলাম, অর্থ সম্পাদক মামুনুর রশিদ, প্রচার সম্পাদক হারুনুর রশিদ, মুহাম্মদ আব্দুল করিম, প্রমুখ। পরে নেতৃবৃন্দ স.উম আবদুস সামাদকে চবি সেনার আগামী একবছরের কর্মপরিকল্পনা ও বাজেটের কপি তুলে দেন।
