চবি প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় ঘোষিত সেনা শুমারি সফল বাস্তবায়ন এবং সাংগঠনিক মাস উদযাপন উপলক্ষে চবি ছাত্রসেনা কলা অনুষদের ব্যাবস্থাপনায় দাওয়াতী সভা ও কর্মী শুমারি সংগঠনের সভাপতি ছাত্রনেতা সাইফুল ইসলাম নেজামীর সভাপতিত্বে আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চবি ছাত্রসেনা কেন্দ্রীয় পর্ষদের সাধারণ সম্পাদক ছাত্রনেতা দিদারুল ইসলাম কাদেরী। বিশেষ অতিথি ছিলেন সমাজ বিজ্ঞান অনুষদের সভাপতি ছাত্রনেতা সাইফুল ইসলাম নেছার, বিজ্ঞান অনুষদের সাধারণ সম্পাদক ছাত্রনেতা মামুনুর রশিদ। . বক্তারা বলেন, শুধু নিজে সৎ পথে চলতে পারাটাই আদর্শ মানুষের পরিচয় নয় বরং নিজে সৎ পথে পরিচালিত হওয়ার পাশাপাশি নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীসহ সর্বপরি জাতিকে সৎ পথে ধাবিত করতে পারাটাই জীবনের স্বার্থকতা। আর সঠিক মতাদর্শ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দাওয়াতী সভা অন্যতম মাধ্যম। প্রধান অতিথি দিদার কাদেরী তাঁর বক্তব্যে দাওয়াতী সভার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, বাংলাদেশে ইসলাম প্রচার ও প্রসার লাভ করেছে আউলিয়া একরামের দাওয়াতী কার্যক্রমের মাধ্যমে। তারা কোন অস্ত্রের ভয় দেখিয়ে এদেশে ইসলাম প্রচার করেননি। অতএব আমরা যদি মানুষের কাছে সঠিক পদ্ধতিতে দাওয়াত পৌঁছাতে সক্ষম হয় অচিরেই আমাদের স্বপ্ন সুন্নিয়ত ভিত্তিক সমাজ বিনির্মাণ করা সম্ভব হবে আমার বিশ্বাস। অত্যন্ত বৈরী আবহাওয়ার মধ্যেও চবি ছাত্রসেনা কলা অনুষদের আওতাধীন যে সমস্ত বিভাগ কমিটির নেতৃবৃন্দ সভায় উপস্থিত হয়েছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন সভাপতি সাইফুল ইসলাম নেজামী। . দাওয়াতী সভা প্রস্তুতি কমিটির আহবায়ক ছাত্রনেতা রেজাউল মোস্তফা কায়সারের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চবি ছাত্রসেনা কলা অনুষদের সাবেক সভাপতি ছাত্রনেতা হারুনুর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন অনুষদের সহ সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ ইদ্রিস। . বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক ছালামত রেজা কাদেরী, সফিউল আলম, সহ সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সজিব, অর্থ সম্পাদক নেজাম উদ্দিন, দাওয়াহ বিষয়ক সম্পাদক আব্দুল করিম, আব্দুল্লাহ আল জাবের, প্রমুখ।
