পি নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ এর রেশ কাটতে না কাটতেই ধেয়ে আসছে সাত্তার নামে আরেকটি ঘূর্ণিঝড়। আর এইপ্রথম একসাথে দুটি ঘূর্ণিঝড় আঘাত হানতে চলেছে বাংলাদেশে। যার ফলে হুমকির মুখে আছে দেশের প্রায় ৭ কোটি মানুষ। এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর সুত্র। বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় রোয়ানূ দুর্বল হবার আগেই আঘাত হানবে রোয়ানূর চেয়ে প্রায় ৭৭ গুণ বেশি শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি।
এব্যাপারে ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় সাত্তার আঘাত হানলে সাগরের অতলে তলিয়ে যেতে পারে বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান ও ভূটান সহ আরো কয়েকটি রাষ্ট্র।
