পি নিউজ, বাগেরহাট: গোপনেই নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন। তার বিয়েতে দেনমোহর ধার্য্য করা হয়েছে ৬ লাখ।
গত বছরের ফেব্রুয়ারি মাসে বাগেরহাটের মুনিগঞ্জ ১০ম শ্রেণীর ছাত্রী ইসরাত জাহান দোলাকে বিয়ে করেন রুবেল।
গোপনে এলাকার রড সিমেন্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম কচির বাসায় ওষুধ কোম্পানিতে কর্মরত কামরুল ইসলামের কন্যা ইসরাত জাহান দোলাকে বিয়ে করেন রুবেল। বিয়ের দেনমোহর ধার্য্য করা হয়েছে ৬ লাখ টাকা।
বিয়েতে রুবেলের পিতা-মাতা, চাচা ও বোন ছাড়াও বাগেরহাট জেলা আওয়ামী লীগের এক নেতা উপস্থিত ছিলেন। তবে এ বিষয়ে রুবেলের সাথে যোগাযোগ করা হলে তিনি কিছুই জানাননি। কিন্তু বাগেরহাটে খোঁজ নিয়ে জানা যায়, রুবেল গত বছর ফেব্রুয়ারিতেই বিয়ে করেন।
চলচ্চিত্র অভিনেত্রী হ্যাপী তার ফেসবুকে রুবেল তাকে ঠকিয়ে বিয়ে করেছেন এমন স্ট্যাটাস দিয়ে মিডিয়ায় ঝড় তুলেন। তারপর থেকে রুবেল ও তার পরিবার থেকে রুবেল বিয়ে করেননি বলে দাবি করে আসছিলেন। রুবেলের বিরুদ্ধে ধর্ষণের মামলাও করেছিলেন হ্যাপী। –
