পি নিউজ ডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় আকারের পবিত্র কোরআন রয়েছে গুজরাটের জামা মসজিদে।
গুজরাটের বদোদরায় অবস্থিত জামা মসজিদের পক্ষ থেকে এমনটাই দাবি করা হয়েছে।
বলা হয়েছে, এর আগে রাশিয়ার কাজান শহরের কোলশফিফ মসজিদে রাখা পবিত্র কোরআনকে বিশ্বের সবচেয়ে বড় আকৃতির কোরআন শরীফ হিসেবে স্কীকৃতি দিয়েছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। কিন্তু গুজরাটের জামা মসজিদের কোরআন শরীফটির আকার দৈর্ঘ্যে ২০০ সেন্টিমিটার ও প্রস্থে ১৫০ সেন্টিমিটার। এতে রয়েছে ৬৩২টি পৃষ্ঠা। ওজন ৮০০ কেজি। প্রচ্ছদ ছাপা হয়েছে ম্যালাকাইট ও মূল্যবান পাথরের সংমিশ্রণে। লেখা হয়েছে জেড পাথর, স্বর্ণ ও রূপায়।
সূত্র: ডিএনএ ইন্ডিয়া, জিনিউজ
