ব্রিটেনের প্রভাবশালী দৈনিক ‘এক্সপ্রেস’ কে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি এই মন্তব্য করেন।
২৪ মে প্রকাশিত ডেইলি এক্সপ্রেসের ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ‘মুসলিম দেশ হিসেবে পরিচিত বাংলাদেশে ক্রমেই জঙ্গিরা শক্তিশালী হয়ে উঠছে। সম্প্রতি ছুরি ও চাপাতির আঘাতে যাদের খুন করা হয়েছে তাদের হত্যার দায় স্বীকার করেছে আইএস জঙ্গি গোষ্ঠী। যদিও বাংলাদেশ সরকার এই হত্যাকাণ্ডের সঙ্গে ইসলামিক স্টেটের জঙ্গিদের সম্পৃক্ততা নাকচ করে দিয়েছে।’
এক্সপ্রেসে দেওয়া সাক্ষাৎকারে সাইমন ডানজুক বলেন, ‘এই পরিস্থিতিতে বাংলাদেশে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়লে আশ্রয়প্রার্থীরা ব্রিটেনসহ অন্যান্য দেশে প্রবেশের চেষ্টা করবে।’
২০১১ সালে প্রকাশিত আদমশুমারি অনুযায়ী ব্রিটেনে প্রায় সাড়ে চার লাখ বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক রয়েছে। নতুন করে আশ্রয়প্রার্থী ঠেকাতে ব্রিটিশ সরকারকে এখনই এ বিষয়ে নজর দেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।
সাম্প্রতিক সময়ে ব্রিটিশ এমপি সাইমন ডান্সজুক ব্রিটেন এবং বাংলাদেশের গণমাধ্যমে বিভিন্ন বিষয়ে মন্তব্য করেছেন, বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার মন্তব্য উল্লেখযোগ্য।
সাইমন ডান্সজুক ব্রিটিশ পার্লামেন্ট হাউজ অব কমন্স এর রোচডেল এলাকা থেকে নির্বাচিত একজন পার্লামেন্ট সদস্য।
