পি নিউজ ডেস্ক : কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় জানে আলম (২০) নামের এক মাইক্রোবাস হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় জনি আলম (২২) নামের আরো একজন আহত হয় বলে জানা গেছে। শনিবার দুপুর ১ টার মহাসড়কের ঈদগাও ইউনিয়নের মেহেরঘোনা ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত দুজনের বাড়ী ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদগাঁও বাসষ্টেশনের একটি ওয়ার্কশপ থেকে মেরামত শেষে হাইয়েস মাইক্রোবাস (নং চট্টমেট্রো চ-৪৯৮৬) পরীক্ষামূলকভাবে ড্রাইভিং করে হেলপার জানে আলম। এসময় পাশে বসাছিল জনি। সড়কের মেহেরঘোনা ফরেষ্ট অফিস গেইট পর্যন্ত গিয়ে পুনরায় ঈদগাঁও বাসষ্টেশনে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারালে রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে চালকের আসনে থাকা হেলপার জানে আলম ঘটনাস্থলেই নিহত হয়। জনিকে আহতাবস্থায় উদ্ধার করে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করে। প্রশাসনিক প্রক্রিয়া শেষে একই দিন রাতে স্থানীয় জামে মসজিদে নিহতের দাফন সম্পন্ন হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়। এদিকে তার মৃত্যুতে এলাকাবাসী ও শ্রমিক পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
