মুহাম্মদ আবদুল করীম সেলিম: সীতাকুন্ড সলিমপুর হযরত শাহসুফী আল্লামা বশির উদ্দিন শাহ (রহ.) ও শাহজাদা আল্লামা মোস্তফা হোসাইন শাহ (রহ.) এর বার্ষিক ওরশ উপলক্ষে ফকিরহাট দরবার শরীফ আয়োজিত স্থানীয় হযরত মোহছেন ফকির (রহ.) জামে মসজিদ প্রাঙ্গণে বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে বক্তারা বলেছেন, কোরআন-সুন্নাহর অপব্যাখ্যার মাধ্যমে সমাজে এক শ্রেণীর মুসলমান বেশধারী চক্রান্তকারীদের কালো থাবায় মানুষের ঈমান-আক্বিদা নষ্ট করছে। নতুন নতুন ফেৎনা সৃষ্টি করে সমাজ অশান্তকারীদের বিরুদ্ধে সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ মোকাবেলার মাধ্যমে তাদের অপ-তৎপরতা রুখে দিতে হবে। বক্তারা বলেন, কোরআন সুন্নাহর সঠিক ব্যাখ্যার মাধ্যমে গোমরাহ ও গাফেলদের ঘুম ভাঙ্গিয়ে অশান্তময় সমাজকে শান্ত করে একটি আলোকিত সমাজ গড়তে হবে। ২৮ মে (শনিবার) বাদে আছর হতে অনুষ্ঠিত তাফসীর মাহফিলে প্রধান তাফসীরকারক ছিলেন হযরত কালুশাহ (রহ.) জামে মসজিদের খতিব ও হাটহাজারী মফিদুল ইসলাম ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজবী। বিশেষ ওয়ায়েজ ছিলেন হযরত মঈনুদ্দীন শাহ (রহ.) জামে মসজিদের খতিব মাওলানা মুজিব উদ্দিন আলকাদেরী। দরবার শরীফের মুন্তাজিম মাওলানা আশরাফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আবু তাহের নিজামী, মাওলানা মুহাম্মদ এহসান হাবিব, মাওলানা মুহাম্মদ নুরুল আলম, মাওলানা নাসিম উদ্দিন, মাওলানা মাহবুবুল আলম, মাওলানা সরফুদ্দীন, হাফেজ ক্বারী মোসাদ্দেক মোরশেদ, হাফেজ আলমগীর, হাফেজ রিদোয়ান, হাফেজ জসিম উদ্দিন প্রমুখ।
