সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সহ-সভাপতি জুলেখা বেগম।
এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাধ্যমিক পর্যায়ে কম্পিউটার শিক্ষা চালু করেছেন। তারা শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানও করছেন। কিন্তু ন্যায্য পারিশ্রমিক পাচ্ছেন না।
এ শিক্ষক জানান, আইসিটি বিভাগের প্রতিটি শিক্ষক এমপিওভুক্তির জন্য নানা উদ্যোগ নিয়েছেন। অনেকেই সাড়া দিয়েছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না।
অভিযোগ করে জানান, অনেকেই গোপনে এমপিওভুক্ত হচ্ছেন। যা কোনোভাবেই মেনে নেয়া যায় না।
এ সময় তিনি বিভিন্ন দাবি তুলে ধরেন- নিয়োগকৃত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষকদের যোগদানের তারিখ থেকে এমপিওভুক্তি, যাদের কাগজ মাউশিতে জমা আছে তাদের মাউশি থেকে এমপিওভুক্ত করা, মে ২০১৬ তারিখের এমপিও বিলে এমপিওভুক্ত করা প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সদস্য মোজাম্মেল হক, দ্বীন ইসলাম, নেছার উদ্দিন, মিজানুর রহমান প্রমুখ।
