পি নিউজ ডেস্ক : দেশের শীর্ষস্থানীয় ওয়ায়েজ্বীনে কেরামের সংগঠন রাবেত্বায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশের ব্যবস্থাপনায় আজ ১ জুন বুধবার চট্টগ্রাম মুসলিম হলে বেলা ২ টা থেকে মুসলিম বিশ্বে হানাফী মাযহাবের প্রবর্তক, প্রখ্যাত তাবেঈ, ইমাম আবু হানিফা নু’মান বিন ছাবিত (র.)’র স্মরণে ইমাম আযম কনফারেন্স’১৬ অনুষ্ঠিত হবে। উক্ত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওস্তাজুল ওলামা প্রবীন আলেমেদ্বীন আল্লামা ইদ্রিচ রেজভী (মু.জি.আ.)। কনফারেন্সে সভাপতিত্ব করবেন জামেয়া আহমিদয়া সুন্নিয়া আলিয়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা হাফেজ সোলায়মান আনসারী। নির্ধারিত বিষয়ভিত্তিক আলোচনা করবেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার প্রধান ফকিহ আল্লামা সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী, মুফতি আল্লামা আব্দুল ওয়াজেদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছেরে কোরআন আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নুরী, ছোবহানিয়া আলিয়ার প্রধান মুহাদ্দিছ আল্লামা কাযী মুহাম্মদ মঈনুদ্দীন আশরাফী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ড. এ.কে.এম. মাহবুবুর রহমান আলকাদেরী, ঢাকা কাদেরীয়া আলিয়ার উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম ফজলুল হক, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মুফাচ্ছির আল্লামা বখতেয়া উদ্দিন আলকাদেরী। এছাড়াও উপস্থিত থাকবেন দেশের শীর্ষস্থানীয় পীর মাশায়েখ, আলেম-ওলামা, বুদ্ধিজীবী ও সাংবাদিকবৃন্দ।
উক্ত ইমামে আযম কনফারেন্সে সকল মুসলিম জনতাকে উপস্থিত হওয়ার জন্য প্রস্তুতি কমিটির আহবায়ক আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী এবং সচিব আল্লামা ইকবাল হোসাইন আলকাদেরী আহবান জানান।
