আবদুল করিম সেলিম: গাউসিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ চাঁন্দগাও শাখার উদ্যোগে দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিরতণ অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, ধনী গরীব সবাই দুনিয়া ছেড়ে চলে গেলে সাথে শুধু পকেট বিহীন কমদামি সাদা কাপড় নিয়ে যায়, সাথে কোন সম্পদ নিয়ে যাওয়ার সুযোগ নেই। তারপরও দুনিয়ার পার্থিব লোভ লালসায় বিভিন্ন উপায়ে সম্পদের পাহাড় করে থাকেন সম্পদশালীরা। অথচ ধনীদের উপর গরীবের অধিকারের কথা আল্লাহ বলেছেন। তার পরও যথাযথভাবে গরীবদের অধিকার তথা যাকাত আদায় না করার কারণে সমাজে দরিদ্র লেগেই রয়েছে। দরিদ্র বিমোচনে বিত্তবানশালীগণ এগিয়ে আসলে সমাজ ও দেশ প্রকৃত উন্নয়ন বলে তিনি উল্লেখ করেন। ৩ জুন (শুক্রবার) বিকালে দক্ষিন চান্দগাঁও, খাজা রোড এন.এম.সি উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথা বলেন। এন.এম.সি উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শওকত ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় গাউসিয়া কমিটির যুগ্ম মহাসচিব আলহাজ্ব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার। দক্ষিণ চান্দগাঁও গাউসিয়া কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আবদুল্লাহ’র সঞ্চালনায় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় গাউসিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মুহাম্মদ আশরাফুল আলম, হালিশহর তৈয়্যবিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বদিউল আলম রেজভী, সাবেক ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ জাফর উল্লাহ, চান্দগাঁও থানা গাউসিয়া কমিটির সহ-সভাপতি জালাল উদ্দিন মানিক, মুহাম্মদ আবু তাহের, মুহাম্মদ জানে আলম, মাওলানা ইদ্রিস চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে প্রায় পাঁচশত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
