পিনিউজ ডেস্ক:
দেশের সড়ক-মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজির অভিযোগে জুনের শুরু থেকে এ পর্যন্ত ১০৯ জনকে গ্রেপ্তার ও অর্ধশত মামলা করেছে পুলিশ।
বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ যানবাহনে চাঁদাবাজি বন্ধ করতে একটি উদ্যোগ নিয়েছেন।
সম্প্রতি সড়ক ও পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার পর তিনি পুলিশের ইউনিটগুলোকে সড়ক-মহাসড়কের চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
এরপর ১ জুন থেকে এ পর্যন্ত পুলিশ সড়ক-মহাসড়কে যানবাহন থেকে চাঁদা তোলার অভিযোগে ৫১টি মামলা দায়ের এবং ১০৯ জনকে গ্রেপ্তার করে সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আইজিপির নির্দেশে পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলো সড়ক-মহাসড়কে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে চলেছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, যানবাহনে যেকোনো ধরনের চাঁদাবাজি শূন্যের কোঠায় নামিয়ে আনতে এ অভিযান অব্যাহত থাকবে।
